শহিদ মিনারে কলকাতা সিপিএমের চোখে পড়ার মতো সভা

0
3

শুধু কলকাতা জেলা কমিটি। তাদের উদ্যোগেই শহিদ মিনারে চোখে পড়ার মতো সভা করল সিপিএম। সোমবার সন্ধ্যায় শহিদ মিনার চত্বর ছিল সার্বিক অর্থেই লালে লাল। মূল ইস্যু ছিল সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরোধিতা, শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপর হামলা বন্ধ করা, ওষুধ, তেল, গ্যাস, বিদ্যুতের দাম কমানোর দাবি, শ্রমিকদের ন্যায্য মজুরি, বেকারদের চাকরির দাবি, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিক্রি বন্ধ করা, ব্যাঙ্কিং ব্যবস্থার পুনরুজ্জীবন-সহ নানা ইস্যু। বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম, কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার সহ অন্যান্য নেতারা। মূল সুর স্পষ্ট। রাজ্য ও কেন্দ্র, দুই সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বক্তারা বলেন, এখানে রাজ্যে ছাত্র নির্বাচন হয় না। বিরোধীদের উপর আক্রমণ।

আর ওদিকে সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে কেন্দ্র দেশে ভেদাভেদের রাজনীতি তৈরি করছে। সেই সঙ্গে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে, রাষ্ট্রীয় সংস্থাগুলিকে বেসরকারি হাতে তুলে দিয়ে দেশের সম্পত্তি কয়েকজন শিল্পপতির হাতে তুলে দিচ্ছে। যুবকদের চাকরি নেই, টাকার দাম কমছে। পাকিস্তান ধুয়ো তুলে দেশের সমস্যা থেকে মানুষকে সরিয়ে দিচ্ছে। পেট্রোল-ডিজেল, গ্যাস, সবজি, আনাজ, চাল-ডালের দাম হু হু করে বাড়ছে। এই জনবিরোধী সরকারকে তাই সরাতে হবে মানুষের স্বার্থে। রাজ্য সরকারের সঙ্গে এদের কোনও ফারাক নেই। দুই সরকারই জনবিরোধী। মানুষকে সঙ্গে নিয়ে এদের ক্ষমতাচ্যুত করতে হবে।