২০১৮-র পর আজ শহিদ মিনারে কলকাতা সিপিএমের সমাবেশ

0
8
ফাইল চিত্র

দীর্ঘ কাল পরে আজ. সোমবার শহিদ মিনার ময়দানে সমাবেশ করতে চলেছে কলকাতা জেলা সিপিএম। CAA বা সংশোধিত নাগরিকত্ব আইন এবং NRC বা জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদ তো বটেই, সঙ্গে আছে কাজ ও মজুরির দাবি৷ এই সমাবেশের মূল বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। শহিদ মিনার ময়দানে ২০১৮ সালে শেষ বার বামেদের সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে তেমন ভিড় করতে পারেননি বাম নেতৃত্ব। এ বার শুধু কলকাতা জেলার জন্যই সমাবেশ হচ্ছে। সিপিএম সূত্রের বক্তব্য, CAA-NRC-র বিরুদ্ধে এবং বেহাল অর্থনীতির প্রতিবাদে প্রতি জেলায় সিপিএম সমাবেশ করেছে। এ বার শুধুই কলকাতা জেলা সিপিএমের সমাবেশ হবে। তার আগে কলকাতার নানা অঞ্চলে সভা করে প্রস্তুতি নেওয়া হয়েছে। লাগাতার পথে নামার কর্মসূচি নিয়ে আন্দোলন জারি রাখা ও সংগঠনকে শক্ত করাই সিপিএম নেতৃত্বের লক্ষ্য। একইসঙ্গে কলকাতার পুরভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করাও উদ্দেশ্য ৷