রোড শো জমজমাট করতে গিয়ে এত দেরি হল, যে সোমবার মনোনয়ন পেশ করতে পারলেন না অরবিন্দ কেজরিওয়াল। ফলে দিল্লির মুখ্যমন্ত্রীকে আবার এই কাজেই বেরোতে হবে কাল। মঙ্গলবার মনোনয়ন জমা দেবেন কেজরী। এনিয়ে একপ্রস্থ নাটক হয় আজ।
© 2025 biswabanglasangbad. All Rights Reserved.















