রক্তাক্ত দক্ষিণেশ্বরের স্কাইওয়াক

0
5

দিনেদুপুরে দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে মহিলার উপর ছুরি নিয়ে হামলা। অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। হামলার পরেই আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার দুপুরে আচমকাই স্কাইওয়াকের উপর এক মহিলার উপর চড়াও হন এক ব্যক্তি। ধারালো ছুরি দিয়ে মহিলাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন তিনি। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় মহিলা পড়ে গেলে, আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ওই দুজনই দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা। হামলাকারী ওই মহিলার প্রাক্তন স্বামী। কিছুদিন আগেই তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। এর মধ্যে অন্যত্র বিয়েও করেছেন ওই মহিলা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রতিহিংসার থেকেই প্রাক্তন স্ত্রীর উপর হামলা চালান ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।