বিপুল অভিনন্দনের মধ্যে দিয়ে সভাপতিত্ব নিলেন নাড্ডা

0
2

তিনিই একাই সভাপতি পদে মনোনয়ন দিয়েছিলেন।

ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি।

সোমবার দিল্লিতে বিশাল পার্টি অফিসে তুমুল অভিনন্দনের মধ্যে দিয়েই দায়িত্ব নিলেন জে পি নাড্ডা।

সকালেই এসে গেছিলেন তিনি।
পরে এলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগী থেকে শুরু করে তাবড় নেতারা।

মিষ্টিমুখ হল। ফুলের ছড়াছড়ি।
বিদায়ী সভাপতি অমিত শাহর সঙ্গে ফটোসেশন হল।
অমিত বললেন,” যোগ্য হাতে নেতৃত্ব।”
নাড্ডা বলেন,” সকলকে নিয়ে চলবে বিজেপি। সামনে অনেক কাজ।”