চরমে উঠেছে অন্ধ্রের রাজধানী বিতর্ক

0
2

প্রবল উত্তেজনা অন্ধ্রপ্রদেশে। শুধু অমরাবতীতে হবে না। চন্দ্রবাবু নাইডুর তৈরি করা অমরাবতী রাজধানী হিসেবে পছন্দ নয় নতুন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির।

অমরাবতী, বিশাখাপত্তনম এবং কুর্নুল এই তিনটি জায়গাকে রাজধানী হিসেবে চাইছেন তিনি। সেই লক্ষ্যেই আজ বিধানসভায় বিশেষ অধিবেশন বসাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিকে জগন্মোহনের এই সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে অমরাবতী। বিরোধিতা শুরু করেছে একাধিক রাজনৈতিক দল। রাজধানী বিতর্কে উত্তাল অন্ধ্র। পরিস্থিতি মোকাবিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে গৃহবন্দি করে রাখা হয়েছে। বিক্ষোভের আঁচ যাতে অধিবেশনে না পড়ে সেকারণে বিধানসভা সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।