প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির বিস্ফোরণ, প্রার্থী করতে কেজরিওয়াল ১০কোটি নিচ্ছেন!

0
6

যে অভিযোগ ২০১৪ সালে উঠেছিল, সেই একই অভিযোগ ফের অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। অভিযোগকারী দল থেকে সদ্য কংগ্রেসে যাওয়া আদর্শ শাস্ত্রী, যিনি ছিলেন দ্বারকার বিধায়ক। আদর্শর অভিযোগ, কেজরিওয়াল প্রার্থী হওয়ার জন্য প্রার্থী পিছু ১০-২০কোটি টাকা নিচ্ছেন। আদর্শ প্রাক্তন প্রধানমন্ত্রী লালাবাহাদুর শাস্ত্রীর নাতি।

শনিবারই আপ ছেড়ে কংগ্রেসে যোগ দেন আদর্শ। এবার তাঁকে টিকিট দেননি কেজরিওয়াল। আর টিকিট না পেয়েই অভিযোগের বিস্ফোরণ। দ্বারকার আপ প্রার্থী বিনয় মিশ্র। আর আদর্শ কংগ্রেস প্রার্থী। আদর্শ আম আদমির বিদেশ বিষয়ক সেলে ছিলেন। তবে কেজরিওয়ালের বিরুদ্ধে এই অভিযোগ প্রথম নয়। গত বিধানসভা ভোট ও লোকসভা ভোটেও বারবার এই অভিযোগ উঠেছিল। লোকসভা ভোটের আগে পশ্চিম দিল্লির আপ প্রার্থী বলবীর সিং জাখরের ছেলে বলেছিলেন, বাবা প্রার্থী হতে ৬কোটি টাকা অরবিন্দকে দিয়েছেন। যদিও জাখর তা অস্বীকার করেন।