৯৭ বছর বয়সে পঞ্চায়েত প্রধান বিদ্যা দেবী

0
6

৯৭ বছর বয়সে পঞ্চায়েত প্রধান হলেন বিদ্যা দেবী। ঘটনাটি রাজস্থানের সিকর জেলার।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাজস্থানে প্রথম দফার পঞ্চায়েত নির্বাচন ছিল। দিনভর ভোট গ্রহণের পর বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। তাতে দেখা যায়, সিকর জেলার নিম কা থানা মহকুমার পুরানাওয়াস গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে মীনাকে ২০৭ ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন ৯৭ বছরের বিদ্যা দেবী।