ATK-মোহনবাগান মউ সারা৷ সূত্রের খবর, আগামী সোমবার সচিব থেকে আবারও বাগান-সভাপতি পদেই ফিরে যাচ্ছেন টুটু বোস।
ওদিকে সচিবের চেয়ারে বসতে চলেছেন সৃঞ্জয় বোস৷ সহ-সচিব পদে আসার প্রবল সম্ভাবনা দেবাশিস দত্তের।
এদিকে ATK-মোহনবাগান মউ সই নিয়ে সদস্য ও সমর্থকদের বিভ্রান্তি দূর করতে এগজিকিউটিভ কমিটিকে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ওদিকে,জানা গিয়েছে, রবিবাসরীয় ডার্বি দেখতে মোহনবাগানের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ATK কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, উৎসব পারেখ ও CEO রঘু আয়ারকে। পাল্টা সৌজন্য দেখিয়ে শনিবারের এফসি গোয়া-ATk ম্যাচ দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে বাগান সহসচিব সৃঞ্জয় বোস ও অর্থসচিব দেবাশিস দত্তকে। শুক্রবার বিকেলে ভিক্টোরিয়া হাউসে এক চা-চক্রেও মিলিত হয়েছিলেন দুই পক্ষের শীর্ষকর্তারা। ১৯ জানুয়ারির ডার্বির আগে শুক্রবার বাগান- অনুশীলনে এসেছিলেন এগজিকিউটিভ কমিটির বড় অংশ। সঞ্জয় ঘোষ, সত্যজিৎ চট্টোপাধ্যায়রা ছিলেন৷ইস্টবেঙ্গল-ম্যাচের আগে ফুটবলারদের ভোকাল টনিকের সঙ্গেই এদিন ছিলো আগামী মরশুমের জন্য নিরাপত্তার আশ্বাস। বাগানের দাবি , “উপচে পড়বে রবিবারের যুবভারতী। বড় ম্যাচের টিকিটের চাহিদা এবার ইতিমধ্যেই নতুন নজির তৈরি করেছে।”
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.