শাবানার গাড়িতে ট্রাকের ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনা

0
3

পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন অভিনেত্রী শাবানা আজমি। শনিবার বিকেল চারটে নাগাদ মুম্বই পুনে হাই ওয়েতে কাহালপুর টোল প্লাজার কাছে এই দুর্ঘটনা ঘটে। শাবানার গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। লোনাভালায় তাঁদের ফার্ম হাউসে যাচ্ছিলেন শাবানা। গাড়িতে শাবানার সঙ্গে তাঁর স্বামী প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারও ছিলেন। তিনি সিট বেল্ট পড়েছিলেন। তাঁর কোনও চোট লাগেনি। গুরুতর আহত শাবানাকে পানভেলের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শাবানার নাকে চোট রয়েছে। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কিছুটা ‘শকড’ রয়েছেন। তাঁদের চালক গুরুতর আহত। গতকাল, শুক্রবার, জাভেদ আখতার তাঁর ৭৫ পূর্তি উপলক্ষ্য পার্টি দিয়েছিলেন। মুম্বইতে তা শেষ করে এদিন তাঁরা ছুটি কাটাতে ফার্ম হাউস যাচ্ছিলেন।

আরও পড়ুন-গ্ল্যামগার্ল দীপিকা কীভাবে ‘ছপাক’-এর মালতী, প্রকাশিত ভিডিও