ইউক্রেনের টেনিস তারকাকে সঙ্গী করে হোবার্ট কাপ জিতলেন সানিয়া

0
1

ইউক্রেনের টেনিস তারকা নাদিয়া কিচেনককে সঙ্গী করে হোবার্ট কাপ জিতলেন সানিয়া মির্জা। মা হওয়ার জন্য ২৭ মাস কোর্ট-র্যা কেটের বাইরে ছিলেন তিনি। প্রতিপক্ষ চিনা জুটিকে ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে জিতে নিলেন ট্রফি। ২১ মিনিটেই খেলা শেষ করে দেন সানিয়ারা।

সানিয়ার ফিটনেস নিয়ে বহু প্রশ্নই উঠেছিল। কিন্তু তাতে পুরোপুরি জল ঢেলে এদিন দ্বিতীয় সেটের তিন নম্বর পয়েন্টটি নেওয়ার সময় যে ভাবে সানিয়া চারটি বল ফোর হ্যান্ডে ফেরানোর পর পঞ্চম শটটি ব্যাক হ্যান্ডে স্ম্যাশ করেন তা দেখে চোখ কপালে উঠেছে অনেকের। প্রায় সাড়ে তিন ফুট স্পট করে ওই বল চাইনিজ কোর্টে পাঠান সানিয়া।

আরও পড়ুন-স্ত্রীকে নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি