আরও এক কালা কানুন। এবার খোদ রাজধানী দিল্লিতে। আগামী তিন মাসের জন্য রাজধানী দিল্লিতে লাগু করা হলো এনএসএ অ্যাক্ট বা জাতীয় সুরক্ষা আইন। এই আইনের ক্ষমতাবলে দিল্লি পুলিশ চাইলেই যে কোনও ব্যক্তিকে আটক করতে পারে। অর্থাৎ পুলিশ যদি মনে করে, কোনও ব্যক্তি জাতীয় আইনের পক্ষে ক্ষতিকারক, বা দেশের পক্ষে হুমকির, তাহলে তাকে একমাসের জন্য আটক করা যেতে পারে। এই আইন তিন মাসের জন্য কার্যকর থাকবে।
কিন্তু কেন এই আইন। আসলে বিগত এক মাসের বেশি সময় ধরে সিএএ ও এনআরসি আন্দোলন নিয়ে রাজধানী অগ্নিগর্ভ। শাহিনবাগে মহিলারা টানা প্রায় কুড়ি দিন বিক্ষোভ অবস্থানে বসে রয়েছে। এছাড়া রোজই দিল্লির কোথাও না কোথাও মিছিল, সভা, বিক্ষোভ হচ্ছে। তা বন্ধ করতেই এই সিদ্ধান্ত। যদিও দিল্লি পুলিশের দাবি, প্রতি তিন মাস অন্তর এই নির্দেশ জারি করা হয়। এর সঙ্গে বর্তমান অবস্থার কোনও সম্পর্ক নেই। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম বলেন, এটা আসলে কালা কানুন। মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়ার চাতুরী।































































































































