আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় দিল্লির লালকেল্লা থেকে NRC-CAA NPR বাতিল ঘোষণা করুন। এমন দাবি নিয়েই “মোদিকে বলো” নামক অভিনব পোস্ট কার্ড ছাপিয়ে এবার প্রধানমন্ত্রীর দফতরে পত্রবোমা পাঠানোর কর্মসূচি নিয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা আইসা (AISA).
বামপন্থী এই ছাত্র সংগঠনের বক্তব্য, “যারা মুঘল স্থাপত্য ও ইসলামী সংস্কৃতির সব চিহ্ন মুছে ফেলতে চায়, সেই দাঙ্গাবাজ গেরুয়া শাসকদের মাথা নরেন্দ্র মোদি আগামী ২৬ জানুয়ারী মুঘলদের তৈরী লালকেল্লা থেকেই দেশের সংবিধান নিয়ে ভাষণের ফুলঝুরি ছোটাবে! অথচ CAA-র মাধ্যমে দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের উপর সবচেয়ে বড় আঘাত নামাচ্ছে এরাই। অবিলম্বে NPR-CAA-NRC বাতিলের দাবিতে চলা গণ আন্দোলনের অংশ হিসাবে আপনার পক্ষ থেকে এরকম একটি পত্রবোমা আপনিও পাঠান সরকারের কাছে। AISA-র উদ্যোগে আপনিও হাত মেলান, একটি পোস্টকার্ডে স্বাক্ষর করুন।”































































































































