নির্ভয়াকাণ্ডের এক ধর্ষকের আবেদনের শুনানি সোমবার

0
5

নির্ভয়া গণধর্ষণকাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত পবন কুমার গুপ্তার নাবালকত্বের দাবি সংক্রান্ত শুনানি সোমবার হবে সুপ্রিম কোর্টে। দিল্লি হাইকোর্ট এর আগে তার দাবি খারিজ করেছিল। তা চ্যালেঞ্জ করে গতকাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পবন। তার আবেদন, 2012 সালের ডিসেম্বরে কুকীর্তির সময় তার বয়স 18 বছরের কম ছিল। তাই তার ফাঁসি রদ করে তাকে মুক্তি দেওয়া হোক। এদিকে 20 জানুয়ারি সুপ্রিম কোর্টের শুনানির পর যদি পবনের আবেদন খারিজ হয় তাহলে নিয়মমত তার 14 দিন ফাঁসির সাজার আগে পাওয়া উচিত। ফলে 1 ফেব্রুয়ারি চার দোষীর ফাঁসি আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ।