সামনের দিকে টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকল লরি। ঘটনায় মৃত তৃণমূল নেতা দুলাল শেখ সহ ২। গুরুতর জখম আটজন। শনিবার, সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বরের বাসুদেবপুর গ্রামে। রাসায়নিক সার ভর্তি লরির সামনের টায়ার ফেটে যাওয়া চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে ঢুকে যায় লরিটি। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের উদ্যোগে ৯ জন আহতকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গেলে সেখানেই একজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, মৃত দুলাল শেখ ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য এবং শাসকদলের বুথ সভাপতি ছিলেন। আহত ৮ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন-মত্ত চালকের হাতে স্টিয়ারিং, কী হল বরযাত্রী সহ বাসের?





























































































































