গুড়িয়া-ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত ২

0
2

গুড়িয়া-ধর্ষণকাণ্ডের ৭ বছর পরে ২ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল দিল্লির কারকারডোমা আদালত। ২০১৩ সালে ৫ বছরের ‘গুড়িয়া’কে অপহরণ করে নৃশংস নির্যাতন চালায় দুই প্রতিবেশী মনোজ শাহ ও প্রদীপ। গণধর্ষণের পাশাপাশি, তার শরীরে বোতল, মোমবাতি ঢোকানো হয় বলেও অভিযোগ। অত্যাচার করে, ঘরে তালা বন্ধ করে পালায় দুই অভিযুক্ত। ৪০ ঘণ্টা পরে গুড়িয়াকে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করা হয়। ৬টি অস্ত্রোপচার করতে হয়েছিল। এইমসে দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয় সে।
সেই ঘটনায় শনিবার, অভিযুক্ত মনোজ শাহ ও প্রদীপকে দোষী সাব্যস্ত করেন দিল্লির আদালতের বিচারক। রায়ে তিনি বলেন, এদেশে শিশুকন্যাদের দেবীজ্ঞানে পুজো করা হয়। ৫ বছরের শিশুকন্যার উপর যে বর্বরোচিত নির্যাতন চালানো হয়, তার কোনও ক্ষমা নেই। ঘটনার বীভৎসতা সব সীমা লঙ্ঘন করেছে। ৩০ জানুয়ারি দুই দোষীর সাজা ঘোষণা। ঠিক তার ১দিন পরেই নির্ভয়াকাণ্ডের ৪ দোষীর ফাঁসি কার্যকর হওয়ার কথা। গুড়িয়াকাণ্ডেও অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবি উঠেছে।

আরও পড়ুন-BREAKING: পুরসভায় ভোট লুট রুখতে পুলিশ নয়, বিজেপিকে পাশে চাইছে সিপিএম!