নন্দীগ্রামে দিলীপের অভিনন্দন যাত্রায় বাধা

0
1

দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রায় বাধা। উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে। নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিনন্দন যাত্রা করছে রাজ্য বিজেপি। শনিবার, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপি তরফে অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়। টেঙুয়া থেকে নন্দীগ্রাম বাজার পর্যন্ত মিছিল করার কথা ছিল। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা সায়ন্তন বসু সহ জেলা নেতৃত্ব। অনুমতি না থাকার অভিযোগ, রেয়াপাড়ায় মিছিল আটকায় পুলিশ। সেই সময় বাধা সরিয়ে যেতে গিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে খবর।

ঘটনাস্থলেই মিছিল থামিয়ে হ্যান্ডমাইকে বক্তৃতা করেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, বাংলায় আইশৃঙ্খলা একেবারে তলানিতে এসে ঠেকেছে। বিজেপিকে আটকানোই পুলিশের একমাত্র কাজ। শান্তিপূর্ণ মিছিল কেন আটকানো হবে? সে বিষয়েও প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি। নাতিদীর্ঘ বক্তৃতার পরে ঘটনাস্থল থেকেই ফিরে যান দিলীপ ঘোষ।

আরও পড়ুন-২ ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে কাঠগড়ায় পুলিশ