নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি বাতিলের দাবিতে ২০ জানুয়ারি সোমবার শহিদ মিনারে সমাবেশ করবে সিপিএম। নাগরিকত্বের ইস্যু ছাড়াও কাজ ও ন্যায্য মজুরির দাবিকে সামনে রেখে জনমত সংগঠিত করতে চায় দল। সিপিএম কলকাতা জেলা কমিটির উদ্যোগেই এই সভার আয়োজন করা হয়েছে। আসন্ন কলকাতা পুরভোটের আগে এই সভার মধ্যে দিয়ে জনসমর্থনও কিছুটা ঝালিয়ে নিতে চান দলের নেতারা। সমাবেশ সফল করার ডাক দিয়ে বক্তব্য রাখেন কলকাতা সিপিএমের জেলা সম্পাদক কল্লোল মজুমদার, শমীক লাহিড়ি, সুদীপ সেনগুপ্ত, দেবাঞ্জন চক্রবর্তী প্রমুখ।
আরও পড়ুন-আমেরিকার সঙ্গীদের চাকরবাকর বলে ব্যঙ্গ খামেইনির, শুনে চটলেন ট্রাম্প






























































































































