CAA এবং NRC-র বিরোধিতায় দেশজুড়ে পড়ুয়ারা যেভাবে আন্দোলনে নেমেছে, তা নিয়ে এবার মুখ খুললেন দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডে।
নাগপুরে শনিবার একটি সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেছেন, “বিশ্ববিদ্যালয় মানেই ইট-বালির কয়েকটা দেওয়াল নয়। বিশ্ববিদ্যালয়গুলি কখনই অ্যাসেম্বলি লাইন নয়, প্রোডাকশন ইউনিটও নয়।আমরা যেমন সমাজ চাই, বিশ্ববিদ্যালয়গুলি আদতে তারই প্রতিফলন”।
কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে উত্তাল হয়েছে দেশের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের আন্দোলন দমন করতে ঘটেছে হিংসাত্মক ঘটনাও। সে সমস্ত বিষয়গুলিকে সামনে রেখেই বোবডে এই কথা বলেছেন বলেই মনে করা হচ্ছে৷
প্রসঙ্গত, CAA- সংক্রান্ত মামলার শুনানিতে বোবডে জানিয়েছিলেন, “দেশ একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। স্বাভাবিক ভাবেই সার্বিক ভাবে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত”। CAA নিয়ে যাঁরা শান্তি ও সম্প্রীতিতে হস্তক্ষেপ করেছে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে আবেদনের শুনানিতে এমনই মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি।































































































































