স্ত্রীকে নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

0
3

ফের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার রাজ্যপাল জগদীপ ধনকড়। সম্প্রতি শিক্ষামন্ত্রীর করা একটি মন্তব্যে তিনি অপমানিত হয়েছেন বলে জানালেন রাজ্যপাল। তাঁর কথায়, রাজ্যের ফার্স্ট লেডিকে নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য অপমানজনক। শনিবার রাজভবনে কোস্টগার্ডের একটি অনুষ্ঠান শেষে তিনি নাম না করে পার্থবাবুকে একহাত নেন। পাশাপশি, মুখ্যমন্ত্রীকে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানান।

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছিলেন, সরকারি হোক কিংবা বেসরকারি, রাজ্যপাল যেখানেই যান তাঁর স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যান। পূর্বে কোনও রাজ্যপালকে এমন দেখা যায়নি। এ রাজ্যে আগে গোপালকৃষ্ণ গান্ধি, কেশরীনাথ ত্রিপাঠী রাজ্যপাল ছিলেন। কিন্তু এ রকম অদ্ভুত আচরণ কেউ করেননি বলেই মন্তব্য করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-বাগান-সভাপতি পদে ফিরছেন টুটু বোস, সচিব সৃঞ্জয়, ময়দানে তুমুল জল্পনা