তোমাকে গ্রেডেশনে রাখা হচ্ছে না, সরাসরি ধোনিকে বলেন বোর্ড কর্তা

0
2

জল্পনার অবসান ঘটালেন বিসিসিআই কর্তারাই। গ্রেডেশনে যে তাঁকে রাখা হচ্ছে না, তা ধোনিকে জানিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বছরে কিছু টি-২০ম্যাচ খেললে তাঁর আবার গ্রেডেশনে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বোর্ড কর্তারা সিদ্ধান্ত নেওয়ার আগে ধোনিকে সরাসরি ফোন করেন। তাঁকে জানান, বিশ্বকাপের পর থেকে তুমি কোনও ম্যাচ খেলনি। ফলে আইন অনুযায়ী তোমাকে গ্রেডেশনে রাখা যাচ্ছে না। কিন্তু ধোনির সঙ্গে কে কথা বলেছেন? সেই ব্যক্তি যে সৌরভ নন, সেটা নিশ্চিত। তবে একটি মহলের অনুমান সিইও রাহুল জোহরি কথা বলে থাকতে পারেন। নিয়ম অনুযায়ী গ্রেডেশনে আসতে গেলে ক্রিকেটারদের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তত তিনটি টেস্ট ও আটটি ওয়ান ডে খেলতে হবে। কিংবা ৮টি টি-২০ও খেলে গ্রেডেশনে আসতে পারেন।