মোহনবাগানের সঙ্গে আরপিজির গাঁটছড়া বাঁধার পর অ্যাটলেটিকো দ্য কলকাতার মালিক ও আরপিজি সংস্থার কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা যা বললেন…
* মোহনবাগান আর এটিকের গাঁটছড়া হল। নতুন নাম কী হবে?
সঞ্জীব : এটিকে মোহনবাগান
* কীভাবে সম্ভব হলো?
সঞ্জীব : কথা হচ্ছিল বেশ কিছুদিন ধরে। মোহনবাগান একটা ক্লাব নয়, একটা ঐতিহ্য, আবেগ। আমি বড় হয়েছি এই আবেগ নিয়ে। আমার বাবা ছিলেন এই ক্লাবের সঙ্গে জড়িয়ে। আমার দাদুও। ফলে আমাদের তিন প্রজন্ম এই শতাব্দী প্রাচীণ ক্লাবের সঙ্গে জড়িয়ে। এই সিদ্ধান্তে পৌঁছনোর জন্য ক্লাবের সদস্যরা হয়তো প্রস্তুত ছিলেন না।
* চুক্তির পর নতুন কাঠামোয় অংশীদারিত্ব কাদের থাকবে?
সঞ্জীব : এটিকের যারা অংশীদার, তারা সকলেই এর অংশীদার হবেন।
* তার অর্থ সঞ্জীব গোয়েঙ্কা, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং উৎসব পারেখ?
সঞ্জীব : ঠিক তাই।
* চুক্তিটা ঠিক কী হলো?
সঞ্জীব : ব্যাপারটা এমন নয় যে এ ব্যাপারে সঞ্জীব, উৎসব, সৌরভ, টুটু বোস, সৃঞ্জয় বোস, দেবাশিস দত্ত সিদ্ধান্ত নেবে। বোর্ড বসে সিদ্ধান্ত নেবে। কোনও ইগোর ব্যাপার নয়।। আসল কথা হল বাঙালির সেন্টিমেন্ট, আর ঐতিহ্য।
* তার মানে নতুন এটিকে মোহনবাগান সব টুর্নামেন্ট খেলবে? যেমন, আইএফএ শিল্ড, ডুরান্ড…
সঞ্জীব : ব্যাপারটা এমন নয়। বেশ কয়েকটা বিষয় রয়েছে, যেখানে ফুটবলের ক্ষেত্রে মোহনবাগানের একটা জায়গা আছে। একটা ব্লু প্রিন্ট করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে পা ফেলতে পারে এটিকে মোহনবাগান, সেটাও লক্ষ্য থাকবে।
* কবে এটিকে মোহনবাগানের আত্মপ্রকাশ হচ্ছে?
সঞ্জীব : আশা করছি এই বছরেই।
* তার মানে আগামী বছর আইএসএলে আমরা নিশ্চিতভাবেই দেখতে চলেছি এটিকে মোহনবাগানকে?
সঞ্জীব : হ্যাঁ, নিশ্চিত।





























































































































