টসে হেরে ব্যাট করছে রোহিতরা

0
2

রাজকোটে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমেছে ভারতীয় দল। ধাওয়ান ও রোহিত ওপেনিং করতে নেমে ৯ওভারে ৫১রান করে ফেলেছেন। দলে দুটি পরিবর্তন। পন্থের জায়গায় মনীশ পাণ্ডে ও শার্দুল ঠাকুরের জায়গায় নবদীপ সাইনি। রাজকোটের এই স্টেডিয়ামে ভারত কোনওদিন জেতেনি। ফলে অতীত যেমন ভারতকে ভাবাচ্ছে, তেমনি প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিধ্বংসী পারফরম্যান্স টিম কোহলিকে চিন্তায় রেখেছে। আজকের ম্যাচ ভারত জিততে না পারলে সিরিজ হাতছাড়া হবে ভারতের।