CAA-বিরোধী প্রস্তাব পাশ হল কংগ্রেস-শাসিত পাঞ্জাব বিধানসভায়

0
2

কেরলের পর দ্বিতীয় রাজ্য, কংগ্রেস-শাসিত পাঞ্জাব। পাঞ্জাব বিধানসভায় শুক্রবার পাশ হল নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA-বিরোধী প্রস্তাব।

CAA-র বিরোধিতায় গোটা দেশের সঙ্গে পাঞ্জাবেও আন্দোলন হয়েছে৷ এবার “এই আইন বিভেদমূলক”, এই অভিযোগ এনে পাঞ্জাব বিধানসভায় প্রস্তাব পাশ হলো এবং একইসঙ্গে কেন্দ্রকে CAA আইন প্রত্যাহারের দাবি জানানোও হয়েছে। CAA ভারতীয় সংবিধানের ‘ধর্মনিরপেক্ষ চরিত্রে আঘাত’ হেনেছে বলেও উল্লেখ করা হয়েছে হয়েছে এই প্রস্তাবে।

এদিন একই সময়ে পাঞ্জাব বিধানসভায় NPR এবং NRC-র বিরুদ্ধেও প্রস্তাব পাশ হয়েছে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং- এর নেতৃত্বে।
প্রসঙ্গত, বাম শাসিত কেরল সরকার শুধুই বিধানসভায় CAA- বিরোধী প্রস্তাব পাশ করায়নি, এই সরকার সুপ্রিম কোর্টেও এ বিষয়ে মামলাও রুজু করেছে।