দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থা কোন্নগরের দমকল অফিসের।প্রায় ১৫০ বছরের পুরনো এই অফিস। অভিযোগ, বহুদিন কোনও সংস্কার হয়নি। যে দমকল কর্মীরা বিপদে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেন, তাঁদেরই থাকতে হচ্ছে প্রাণ হাতে নিয়ে। ভগ্নপ্রায় ওই দমকল অফিস কোন্নগর সহ কানাইপুর, নবগ্রামে পরিষেবা দেয়। সেটিকে বাঁচাতে অবিলম্বে সংস্কারের দাবিতে স্থানীয়দের পক্ষ থেকে পোস্টার পড়েছে। পুরসভা সূত্রের খবর, কোন্নগরের পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় সম্পূর্ণ সংস্কার করতে চাইছেন। কিন্তু জমি সংক্রান্ত সমস্যার কারণে তা করা যাচ্ছে না। পুরসভা সমস্ত বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে জানিয়েছে।