হঠাৎ পার্ক সার্কাস ময়দানে চিদাম্বরম, সঙ্গে প্রদেশ সভাপতির পুত্র! তারপর?

0
4

কোনও রাজনৈতিক পতাকা ও রঙ ছাড়াই দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম কলকাতার পার্ক সার্কাসের গণ অবস্থানে হাজির। সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শান্তিপূর্ণ ভাবে আন্দোলনকারীদের জানান, কোনও রাজনৈতিক কারণে নয়, বরং মানবিকতার কারণেই কলকাতা বিমানবন্দরে নামার পর সংশ্লিষ্ট পথ দিয়ে যাওয়ার সময়, দায়বদ্ধতা থেকেই তিনি এই গণ অবস্থানে এসেছেন।

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের নয়া কালা কানুন CAA -এর বিরুদ্ধে এই লড়াই -এ আন্দোলনকারীদের পাশে কংগ্রেস আছে বলেও তিনি জানিয়ে দেন। এদিন পার্ক সার্কাসে পি চিদাম্বরমের সঙ্গে ছিলেন যুব কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র। মূলত, তাঁর উদ্যোগেই এদিন পার্ক সার্কাস ময়দানে হাজির হয়েছিলেন চিদম্বরম।