বাংলাকে ছাড়াই নয়াদিল্লিতে শুরু হয়েছে এনপিআর সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক। এনপিআর নিয়ে রাজ্যগুলি কতটা তৈরি রয়েছে সেটা জানতেই শুক্রবার বৈঠক ডাকা হয়। এটার পরেই এনআরসি চালু করার সম্ভাবনা রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক বয়কট করার কথা আগেই জানিয়েছিলেন। সেইমতো এদিন পশ্চিমবঙ্গের কোনও প্রতিনিধি বৈঠকে উপস্থিত হননি। নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিক পঞ্জির বিরোধিতা করলেও বৈঠকে কেরালার মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন।