পিছিয়ে গেল নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির তারিখ

0
6

পিছিয়ে গেল নির্ভয়া কাণ্ডে চার দোষীর ফাঁসির তারিখ। ১ ফেব্রুয়ারি সকাল ছ’টায় অপরাধীদের ফাঁসি কার্যকর করার নির্দেশ দিয়েছে দিল্লি আদালত।

এর আগে দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছিল তিহার জেল কর্তৃপক্ষ। কারণ, পাটিয়ালা হাউস কোর্ট নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর ২২ জানুয়ারি সকাল সাতটায় ফাঁসি কার্যকর করার নির্দেশ দিয়েছিল। কিন্তু আইনি টানাপোড়েনে সেটা করা সম্ভব হচ্ছিল না। এই মামলায় অন্যতম অভিযুক্ত মুকেশ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানান। সেই আবেদন শুক্রবারে খারিজ করে দিয়েছেন রামনাথ কোবিন্দ। তারপরেই নিয়ম মেনে ১৪ দিন সময় দিয়ে ১ ফেব্রুয়ারি সকাল ছটায় ফাঁসি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-বিশ্বভারতীতে অশান্তির কিনারা করতে তদন্ত কমিটি গঠন কর্তৃপক্ষর