উপত্যকায় জালে পাঁচ জইশ জঙ্গি

0
2
ফাইল ছবি

প্রজাতন্ত্র দিবসের আগে সাফল্য শ্রীনগর পুলিশের। জম্মু-কাশ্মীরে ধৃত ৫ জইশ জঙ্গি। তাদের থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
বছরের শুরুতেই হজরতবাল এলাকায় গ্রেনেড হামলা হয়। তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে শ্রীনগর পুলিস। তাদের জেরা করে আরও দুজনের খোঁজ মেলে। জেরায় জানা যায়, গ্রেনেড হামলাই নয়, উপত্যকায় বড়সড় নাশকতার ছক ছিল জইশ এ মহম্মদের। ধৃতদের থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সহ মিলেছে- ওয়াকি টকি, বিস্ফোরক লাগানো জ্যাকেট, বিপুল পরিমাণ জিলেটিন স্টিক, বল বিয়ারিং, ডিটোনেটর ও নাইট্রিক অ্যাসিডের বোতল।  বিস্ফোরক জ্যাকেট থেকে তদন্তকারীদের অনুমান, আত্মঘাতী বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের।