ছাত্র-যুব’র ভরসায় বহুদিন পর শহিদ মিনারে সিপিএমের সমাবেশ

0
3

শেষ কবে সিপিএমের কলকাতা জেলা কমিটি
কেন্দ্রীয় সমাবেশ করেছে, তা ভাবার বিষয়৷

সাম্প্রতিক ‘মোদি-বিরোধী’ আন্দোলনে SFI-এর ভূমিকা এবং সাফল্যে উদ্বুদ্ধ হয়ে সিপিএম এবার আসরে নামতে চাইছে৷ মূলত ছাত্র-যুব’র ‘ভরসা’-তেই বহুদিন পর শহিদ মিনারে কেন্দ্রীয় সমাবেশ করতে চলেছে সিপিএমের কলকাতা জেলা। আগামী 20 জানুয়ারি সোমবার বিকেল 4টেয় এই সমাবেশ হবে। এই সমাবেশকে কেন্দ্র করেই কলকাতা জেলা পার্টি পুরভোটের আগে ঘর গোছাতে চায়। কলকাতায় দলের বড় কোনও কর্মসূচি থাকলে উত্তর 24 পরগনা জেলা থেকে লোক আনতে হয় সিপিএমকে৷ তবে এবার কলকাতা জেলা পার্টি নিজেদের “কবজির জোরেই” সফল সমাবেশ করতে চাইছে৷