রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কামারহাটির 6 নম্বর ওয়ার্ডের দাশুর বাগান এলাকা। অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করে শুক্রবার সন্ধে থেকে আনোয়ার আনসারি ও কালামউদ্দিন আনসারির দলের দুপক্ষের মধ্যে বেশ কয়েকদফা বোমাবাজি হয়। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় কামারহাটি ফাঁড়ি ও বেলঘরিয়া থানার পুলিশবাহিনী।






























































































































