ফোন করে নয়, ট্যুইট সর্বস্ব নেতা বাবুল সুপ্রিয় ট্যুইটে অভিনন্দন জানালেন দিলীপ ঘোষকে। উপলক্ষ্য দ্বিতীয়বার রাজ্য বিজেপি সভাপতি পদে নির্বাচন। বললেন, অনেক ইস্যু নিয়েই আমার ও দিলীপ ঘোষের মধ্যে মতপার্থক্য থাকলেও তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে আমরা একাট্টা। বিজেপির অন্দরে খবর, আসলে বাবুলের দিলীপ ঘোষকে অভিন্দন না জানিয়ে উপায় ছিল না। দলের মনোনয়ন জমা দেওয়ার আগে তাঁর কিংবা তাঁদের কয়েকজনের ধারণা হয়েছিল, রাজ্য সভাপতির পরিবর্তন হবে। তাঁর কাছের মানুষ স্বপন দাশগুপ্ত দায়িত্ব পেতে পারেন। কিন্তু বাস্তবটা যে অন্য, সেটা বাবুলের মতো সদ্য রাজনীতিতে হাতেখড়ি হওয়া কেন্দ্রীয় মন্ত্রী বুঝতে পারেননি। তাই শেষবেলায় দিলীপের শুট আউট নিয়ে তিনি, স্বপনবাবু বা চন্দ্রবাবু মুখ খুলেছিলেন। এখন নাটকে যবনিকা নামার পর ঢোক গিলতে হচ্ছে। দিলীপ ঘোষ অবশ্য এসব ট্যুইট সর্বস্ব নেতাদের বিশেষ আমল দিতে রাজি নন। বাবুলের ট্যুইটে রেসপন্স করার কোনও প্রয়োজনবোধ করেননি।
Congrats&Best Wishes to @DilipGhoshBJP on being elected State President for the 2nd time• While we agree to disagree on a few things(?)we stand united in our fight against the hopeless #TMchhi & it’s uncouth leadership. Together we walk towards our goal to uproot them come 2021
— Babul Supriyo (@SuPriyoBabul) January 17, 2020