কাশ্মীর নিয়ে বারবার আন্তর্জাতিক মহলে সমর্থন পাওয়ার চেষ্টা করেছে পাকিস্তান। আর বারবার তাদের মুখ পুড়েছে। এবার তারা পাশে নিয়েছে বন্ধু চিনকে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সূত্রের খবর, রাষ্ট্রসংঘের রুদ্ধদ্বার বৈঠকে সদস্যরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, সুতরাং সেই বিষয়ে আলোচনা এখানে শোনা হবে না। এর আগে, কুলভূষণ যাদবের বিষয় নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে পিছু হঠতে হয়েছে।
২০১৯-এ ৫ অগাস্টে ৩৭০ অনুচ্ছেদ রদের ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক মহলকে পাশে চাইছেন পাকিস্তান। আগেও অনেকবার কাশ্মীর নিয়ে পাকিস্তানের বক্তব্যকে খারিজ করেছে রাষ্ট্রসংঘের সাধারণ সভা। চিন ছাড়া কোনও স্থায়ী সদস্যদই আলোচনায় রাজি হয়নি। শুধু তাই নয়, এই বিষয় তারা হস্তক্ষেপ করতে চায় না বলেও জানিয়ে দেওয়া হয়।
রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্য সৈয়দ আকবরউদ্দিন বুধবার রাতে টুইট করে জানান, রাষ্ট্রসংঘে ভারতের পতাকা সবচেয়ে উঁচুতে উড়ছে। যারা মিথ্যে অভিযোগ তোলার চেষ্টা করেছে ভারতের বন্ধুরা তাদের সঠিক জবাব দিয়েছে।
কূটনৈতিক মহলের মতে, এবারের বৈঠকও ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড এদেশের পাশে দাঁড়ানোরই ইঙ্গিত দিয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.