বিসিসিআই-এর পক্ষ থেকে বৃহস্পতিবার ভারতীয় সিনিয়র জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে কোন ক্রিকেটার কোন গ্রেডে তা প্রকাশ করা হল। এই চুক্তিটি আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত কার্যকর।
এক নজরে কোন গ্রেড কোন ক্রিকেটার দেখে নিন–
A+ গ্রেডে: অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা, জশপ্রীতবুমরাহ, কুলদ্বীপ যাদব।
A গ্রেড: রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, চেতেশ্বর পুজারা, কেএল রাহুল, আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, ইশান্ত শর্মা, রিশব পন্হ।
B-গ্রেড: ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, চাহাল, হার্দিক পাণ্ডিয়া, মায়াঙ্ক আগরওয়াল,কেদার যাদব।
C-গ্রেড: সাইনি, দীপক চাহার, মণিষ পাণ্ডিয়া, হনুমা বিহারী, শর্দুল ঠাকুর, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর।