যুবকের অর্ধদগ্ধ দেহ উদ্ধার, জালে ‘বন্ধু’

0
3

ফের খুন নিমতায় খুন। নিমতার ফতুল্লাপুরে যুবককে মাথা থেঁতলে খুনের পর পুড়িয়ে দেওয়ার অভিযোগ। মৃতের নাম শেখ জেসিম ওরফে শিখর। বৃহস্পতিবার, সকাল ৯টা নাগাদ মৃতের স্ত্রীই কল্যাণী এক্সপ্রেসওয়ে ফতুল্লাপুরে বালির মাঠের পাশে একটি পাঁচিল ঘেরা জমিতে বছর তিরিশের ওই যুবকের অর্ধদগ্ধ দেহ দেখতে পান।
এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে ইতিমধ্যেই বারুদ নামে এক যুবককে ধরেছে পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
বুধবার রাতে, ঋণের টাকা দিতে বাড়ি থেকে বের হন শেখ জেসিম। কিন্তু সারারাত বাড়িতে না ফেরায় বৃহস্পতিবার সকালে তাঁর স্ত্রী স্বামীকে খুঁজতে বের হন। অভিযোগ, তখনই বালির মাঠের পাশে পাঁচিল ঘেরা জমিতে একটি পোড়া দেহ দেখতে পান তিনি। পুলিশ সূত্রে খবর, রাতে বারুদ ও জেসিম একসঙ্গে মদ্যপান করেন। এরপরেই কোনও কারণে দু’জনের মধ্যে বচসা চলাকালীনই বারুদ জেসিমকে খুন করে বলে প্রাথমিক তদন্তে অনুমান। প্রমাণ লোপাটের জন্যেই দেহ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ।