শিবসেনা কার্যালয়ে তোলা ছবি পোস্ট, দেবের দলবদলের জল্পনা তুঙ্গে

0
4
মুম্বই খেরওয়াড়ির শিবসেনার কার্যালয়ে দেব

ছোটবেলাটা কেটেছিল মুম্বইতেই। এখনও তাঁর পরিবার থাকেন সেখানে। তাই মাঝে মধ্যেই সেখানে যান তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। তারপর যদি হয় মায়ের জন্মদিন। তাহলে তিনি মুম্বই যাবেন না তা কি হয়? সেই উপলক্ষ্যে দেব যান শৈশবের স্মৃতি বিজড়িত বাড়িতে। ঘুরে দেখেন স্থানীয় অঞ্চলও। সেখানেই খেরওয়াড়ির শিবসেনার দফতরেও যান তৃণমূল সাংসদ। সেখানে গিয়ে ছবি তুলেছেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই, সোরগোল পড়ে যায়। নেটিজেনরা প্রশ্ন করেন, দেব কি দলবদল করছেন? কেউ প্রশ্ন করেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কি না।

ছবির ক্যাপশনে অবশ্য দেব লিখেছেন, এটা মুম্বই খেরওয়াড়ির শিবসেনার কার্যালয়ে। সেখানেই তাঁর শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, তাঁকে ঘিরে স্থানীয় মানুষের আবেগ দেখে তিনি আপ্লুত বলেও জানান টলিউডের সুপারস্টার। একেবারে সাদামাটা ভাবে পালিত তাঁর মায়ের জন্মদিনের ভিডিও শেয়ার করেছেন দেব।

আরও পড়ুন-লোকসভা ভোটে প্রচারের খরচ ১,২৬৪ কোটি টাকা! কমিশনে জানাল বিজেপি