মেডিক্যাল কলেজ থেকে ঝাঁপ, মর্মান্তিক পরিণতি তরুণের

0
3

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সামনেই ঝাঁপ। কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হল বছর কুড়ির রিয়াজউদ্দিন মণ্ডলের। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হন। বুধবার, সকাল পৌনে এগারোটা নাগাদ ওই ওয়ার্ডে রাউন্ডে যান ডাক্তাররা। অভিযোগ, সেই সময় অচমকা সবার সামনে ঝাঁপ দেন ওই রোগী। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে বাধা দিতে যান হাসপাতাল কর্মীরা। কিন্তু তাঁদের হাত ছাড়িয়েই ছতলার কাচের জানলা দিয়ে লাফিয়ে পড়েন রিয়াজউদ্দিন মণ্ডল। শিরদাঁড়া এবং মাথায় চোট গুরুতর আঘাত লাগা অবস্থায় তাঁকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। সেখানেই কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় ওই তরুণের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মঙ্গলবার, হাসপাতালে নব নির্মিত সুপার স্পেশ্যালিটি বিল্ডিংয়ের নিউরো মেডিসিন বিভাগে ভর্তি করা হয় রিয়াজউদ্দিনকে। গত দেড়মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন রোগীর আত্মীয়রা। মেডিক্যাল কলেজের সুপার জানান, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বউবাজার থানার পুলিশ।