যে পাকিস্তানকে নিয়ে কেন্দ্রের নেতা মন্ত্রীরা দিনরাত গোলা বর্ষণ করেন, এবার সেই পাকিস্তান প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালো নয়াদিল্লির সরকার। উপলক্ষ্য সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলন। যেহেতু এসসিওর সব সদস্যকেই আমন্ত্রণ জানানো হবে, তাই বাদ যাচ্ছে না পাকিস্তানও। ২০১৭ সালে এসসিওর পূর্ণ সদস্যের মর্যাদা পায় ভারত আর পাকিস্তান। ইতিমধ্যে যাবতীয় কূটনৈতিক প্রটোকল মেনেই পাকিস্তানের কাছে আমন্ত্রণ গিয়েছে। দেখার বিষয় খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খান আসেন না কোনও প্রতিনিধি পাঠান বা কোনও প্রতিনিধি না পাঠিয়ে প্রতিবাদের পথে থাকে। সপ্তাহের শুরুতেই এসসিওর সেক্রেটারি জেনারেল রাশিয়ার ভ্লাদিমির নরভ নয়াদিল্লিতে এসে জানান, এবার সম্মেলন হবে নয়াদিল্লিতে। আর তারপরেই নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের তৎপরতা শুরু হয়েছে। এই ধরণের সম্মেলনে সাধারণভাবে বিদেশমন্ত্রকের প্রতিনিধিকে পাঠানো হয়। তবে ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী। যদি ইমরান আসেন তাহলে নিশ্চিতভাবে সেটা ইসলামাবাদের তরফে হবে ইতিবাচক ইঙ্গিত। এবং আসার পর ইমরান-মোদির বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দু’দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে সেটা হবে ল্যান্ডমার্ক পদক্ষেপ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































