মকর সংক্রান্তি উপলক্ষ্যে কেন্দুলিতে অজয় নদের কদমখণ্ডির ঘাটে পুণ্যস্নান সারলেন লক্ষাধিক পুণ্যার্থী। অজয়ের স্নান সেরে মন্দিরে পুজো দেন ভক্তরা। কেন্দুলির জয়দেবমেলা উপলক্ষ্যে বিভিন্ন জায়গা থেকে সাধু, সন্ত, বাউলরা জড়ো হন সেখানে। তাঁদের থাকার জন্য আখড়া নির্মাণ করা হয়েছে। এবার ছোট-বড় মিলিয়ে প্রায় ১৫০০টি দোকান রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফে কড়া নজরদারি চলছে। মেলায় দূষণ নিয়ন্ত্রণ প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। বায়োমেট্রিক শৌচালয় রাখা হয়েছে। থাকছে ভ্রাম্যমাণ এবং অস্থায়ী শৌচালয়ও।
বীরভূমের বোলপুরের অজয়ের ধারে জয়দেব কেন্দুলি গ্রাম। কথিত আছে, গীতগোবিন্দের রচয়িতা কবি জয়দেব দ্বাদশ শতকে ওই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন বলে মনে করা হয়। ওই গ্রামে জয়দেব প্রতিষ্ঠিত রাধামাধবের মন্দির রয়েছে। প্রচলিত বিশ্বাস, মকর সংক্রান্তিতে কদমখণ্ডির ঘাটে স্নান করেন জয়দেহ। সেই বিশ্বাসে ভর করেই লক্ষাধিক মানুষ পুণ্যলাভের আশায় অজয় নদে স্নান সারেন। প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে ওই জায়গায় বাউল মেলা হয়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.