অসম বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে রাজ্যপালের ভাষণ নিয়ে বিতর্ক চলাকালীন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, একজন হিন্দু ‘জিন্নাহ হতে পারে না কারণ সে কখনই কাউকে আক্রমণ করবে না’ এবং তারা ধর্মনিরপেক্ষ।
তিনি সাফ জানান যে নাগরিকত্ব সংশোধনী আইন কোনওভাবেই অসম চুক্তিকে লঙ্ঘন করেনি। তিনি বলেন, ‘যদি রাজ্যের পাঁচ লক্ষেরও বেশি একজনকেও নাগরিকত্ব দেওয়া হয় তবে আমি রাজনীতি ছাড়ব। পাঁচ লক্ষ জনগণের মধ্যে অতিরিক্ত একজনও যদি যোগ হয়, তবে তার দায়িত্ব নেবে অসম সরকার।’ তিনি হিন্দু বাঙালিদের নাগরিকত্ব প্রদানকেও সমর্থন করেছেন। যদিও এর বিরুদ্ধে বিভিন্ন সংগঠন তীব্র প্রতিবাদ বিক্ষোভে সামিল হচ্ছে।
তিনি বলেন, ‘এমনকী অসম চুক্তিতে এনআরসি ছিল না। ২০০৫ সালে কেন্দ্র, অসম সরকার ও আসুর একত্রিত বৈঠকের পর এনআরসিকে যোগ করা হয়।
মন্ত্রী জানান, নাগরিকত্ব আইন ১৯৮৭, ১৯৯৩ ও ২০০৩ সালে সংশোধীত হয়। বর্তমানে সিএএ- এর অনেক আগেই অসম চুক্তিতে এটি উল্লেখ করা ছিল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.































































































































