সিএএ-এনআরসি নিয়ে প্রতিবেশী বাংলাদেশ যে বিরক্ত, তা নানা পদক্ষেপে বুঝিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রী-আমলাদের ভারত সফর বাতিল করে। এই দমবন্ধ করা পরিবেশ থেকে দ্রুত বকেয়া চুক্তি সারতে চাইছে দুই পক্ষই। তার প্রথম পদক্ষেপ আকাশবাণী-বাংলাদেশ বেতারের চুক্তি।
আকাশবাণীতে এবার বাংলাদেশের অনুষ্ঠান। মঙ্গলবার প্রসারভারতী ও বাংলাদেশ বেতারের মধ্যে চুক্তি হয়। ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর ও বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদের মধ্যে চুক্তি অনুযায়ী একে অন্যের অনুষ্ঠান প্রচার করবে। ১৭মার্চ শেখ মুজিবুর রহমানের শতবর্ষ। তাকে সামনে রেখে দু’দেশের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র তৈরির চুক্তিও হয়েছে। ছবিটি করবেন শ্যাম বেনেগাল।




























































































































