সুপ্রিম কোর্টে আজ নির্ভয়াকাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত চার অপরাধীর কিউরেটিভ পিটিশন শোনা হবে। পাঁচ বিচাতপতির সাংবিধনিক বেঞ্চ শুনবেন তাঁদের চেম্বারে। দোষী সাব্যস্ত মুকেশ ও বিনয়ের আবেদন মঞ্জুর করা হয়েছে। ফাঁসির পরোয়ানার বিরুদ্ধে ৯জানুয়ারি এই পিটিশন দাখিল হয়। তারপরেই কিউরেটিভ পিটিশন দাখিল করা হয়। আগামী ২২জানুয়ারি চার অপরাধীর ফাঁসির দিন নির্দিষ্ট হয়েছে।