রানি রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের নাগরিকত্ব ইস্যুতে ধর্ণামঞ্চে উপস্থিত হলেন তিন উপাচার্য ও শিক্ষা সংসদের সভাপতি। শিক্ষামন্ত্রীর সঙ্গেই তাঁরা বসেছিলেন। পাশাপাশি সক্রিয় হয়েছে উপাচার্য পরিষদ। তাঁরা বলছেন, রাজ্যপাল ঠিক কথা বলছেন না। রাজ্য ষরকার কোনো হস্তক্ষেপ করছে না। শিক্ষামন্ত্রী বলেছেন,” এই সংগঠন আগেও ছিল। ২০১১র আগেও কাজ করেছে। এখন পুনরুজ্জীবিত করা হল।” তিনি আরও বলেন,” উপাচার্যরা ধর্ণায় আসতেই পারেন। এটা জনবিরোধী কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে। এখানে রাজনীতি না দেখাই উচিত।”