রাহুল-শিখরদের জায়গা ছেড়ে দিচ্ছেন অধিনায়ক বিরাট

0
2

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু আজ মুম্বইয়ের ওয়াংখেড়েতে। রিকি পন্টিং ইতিমধ্যেই বাজনা বাজানোর ভঙ্গিতে বলে রেখছেন সিরিজ জিতছে অস্ট্রেলিয়া। কিন্তু বিরাট বাহিনী মাঠেই প্রমাণ দিতে তৈরি। ওপেনিং জুটি কী হবে, সে নিয়ে প্রশ্ন ক্রিকেট মহলে। অধিনায়ক বিরাট অবশ্য সাফ জানিয়েছেন, খেলবে রোহিত, রাহুল ধাওয়ান তিনজনেই। প্রয়োজনে তিনি পরে নামবেন।

ওয়াংখেড়েতে বোলাররা বিশেষ সাহায্য পাবেন বলে মনে হয় না। রাতের শিশিরের কথা মাথায় রেখে টস গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অন্যদিকে ফিঞ্চের দল বলছে, জবরদস্ত লড়াই হবে। গত সিরিজের ফল ধরে রাখতে মরিয়া তারা। ভরসা রাখা হচ্ছে কামিন্স, জাম্পা, অ্যাশটনের বোলিং আর লাবুশানে, স্মিথ, ওয়ার্নারের উপর।