ইনফোসিস কর্তা নাদেল্লারও সিএএ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ

0
3

এবার প্রতিবাদ, ক্ষোভ বাইরে থেকেও। সিএএ-এনআরসি ক্ষোভ সরাসরি জানালেন মাইক্রোসফট সিইও ভারতীয় বংশোদ্ভুত সত্য নাদেল্লা। একটি মার্কিন ওয়েবায়াইটের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রত্যেকটি দেশের উচিত তাদের সীমান্ত যথাযথ সুরক্ষিত রাখা, জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করা আর অভিবাসন নীতি পরিষ্কার করা। গণতন্ত্রে সরকারের উচিত, দেশের মধ্যেই এ নিয়ে বিতর্ক, আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া। আমি ভারতীয় ঐতিহ্য সঙ্গে নিয়ে বেড়ে উঠেছি, নানা ধর্ম, বর্ণ, জাতি, ভাষার মধ্যে বেড়ে উঠেছি, এবং অভিবাসী হিসাবে আমেরিকায় আমার অভিজ্ঞতাও আছে। ভারত এমন হওয়া উচিত, যেখানে একজন অভিবাসী নতুন করে জীবন শুরু করার সুযোগ পাবে, ভারতীয় ঐতিহ্যকে আত্মিকরণ করেই।

এরপরেই নাদেল্লার ট্যুইটে বিস্ফোরক মন্তব্য, ভারতে যা হচ্ছে, তা দুঃখজনক। আমি দেখতে চাই ভারতে একজন বাংলাদেশি অভিবাসী ইনফোসিসের সিইও হচ্ছেন, বা ইউনিকর্নের মতো স্টার্ট খুলছেন। নাদেল্লার এই বক্তব্যের পাল্টা ইনফোসিসের প্রাক্তন বোর্ড সদস্য মোহনদাস পাই বলেছেন, নাদেল্লাকে ভুল বুঝিয়েছেন বামপন্থীরা। তার পাল্টা ইতিহাসবিদ রামচন্দ্র গুহ বলেছেন, ভারতের আইটি সংস্থার প্রধানদের নাদেল্লার মতো সাহসী হওয়া উচিত। তবে এই প্রতিবাদে অস্বস্তিতে নিশ্চিত কেন্দ্রীয় সরকার।