এবার আসরে যোগগুরু রামদেব। তাঁর পরামর্শ, সামাজিক-রাজনৈতিক বিষয়ে কথা বলার আগে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিশেষ কারোর উপদেশ নেওয়া প্রয়োজন।তিনি দীপিকার উপদেষ্টা হিসেবে কাজ করতেও রাজি বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার পর আক্রান্ত পড়ুয়াদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন ছাপাক-অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই বিষয়ে প্রশ্ন করা হলে সোমবার রামদেব বলেন, ‘দীপিকা অত্যান্ত ভালো অভিনেত্রী। কিন্তু তাঁর দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে আরও একটু পড়াশোনা করা দরকার। তারপরেই তিনি কোনও বড় সিদ্ধান্ত নিতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয় স্বামী রামদেবের মতো তাঁর কোনও পরামর্শদাতার প্রয়োজন আছে।’
এর পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘যারা সিএএ-র পুরো নামটাই বলতে পারবে না, তারাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন যে এই আইনে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। তার পরেও অনেকে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে।’
এনআরসি নিয়ে আন্দোলনেরও তীব্র বিরোধিতা করেন রামদেব। তিনি বলেন, ‘আন্দোলনকারীরা এমন স্লোগানও দিয়েছে, জিন্না ওয়ালি আজাদি। এই স্লোগান কোথা থেকে এল? এই ধরনের প্রতিবাদ দেশের ভাবমূর্তির ক্ষতি করছে।’
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































