সংসদে বন্ধ হচ্ছে আমিষ খাবার!

0
4

ভরতুকি বাতিল হয়েছে। এবার সংসদের ক্যান্টিনে বন্ধ হয়ে গেল আমিষ খাবার। নিরামিষেই চালিয়ে নিতে হবে সাংসদ এবং সংসদের কর্মীদের। বাতিল করা হচ্ছে আইআরসিটিসির টেন্ডার। তার জায়গায় টেন্ডার পেতে পারে হলদিরাম বা বিকানেরোয়ালার মতো কোনও সংস্থা। কারণ, এই দুই সংস্থা কোনও আমিষ খাবার তৈরি করে না। আইআরসিটিসির বিরুদ্ধে বেশ কিছুদিন থেকেই অভিযোগ উঠছিল তাদের খাবারের মান আর দাম নিয়ে। সংসদে খাবারের জন্য সরকারকে বছরে ১৭কোটি টাকা ভর্তুকি দিতে হতো। সেই ভর্তুকি বন্ধ হয়েছে। বেসরকারিকরণের হুজুগে এবার সংসদে খাবারও বেসরকারি হাতে যাচ্ছে। ফলে প্রত্যেককেই এবার অতিরিক্ত টাকা গুনতে হবে।