“দেখতে চাই, ভারতে এসে ইনফোসিসের সিইও হোন এক বাংলাদেশি”, সিএএ নিয়ে মন্তব্য নাদেল্লার

0
4

নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিক পঞ্জী নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মধ্যেই এর বিরোধিতায় সরব হলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা। ভারতীয় বংশোদ্ভূত নাদেল্লার মতে, যা হচ্ছে, সেটা ভালো নয়। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি দেখতে চাই, একজন বাংলাদেশি ভারতে এসে ইনফোসিসের সিইও হচ্ছেন বা ইউনিকর্নের মতো স্টার্ট আপ খুলছেন”। এই বক্তব্য টুইটার হ্যান্ডেলে পোস্ট করার পরেই ট্রোলড হন নাদেল্লা। সমর্থন-বিরোধিতা দুটোই হয়েছে।
সিএএ-র বিরোধিতায় নেমে হেনস্থার শিকার ও গ্রেফতার হন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। নাদেল্লার সমর্থনে তিনি বলেন, ভারতে আইটি সংস্থার প্রধানদেরও তাঁর মতো সাহস দেখানো উচিত। এদিকে, ইনফোসিস বোর্ডে প্রাক্তন সদস্য মোহনদাস পাই-এর মতে, নাদেল্লাকে ভুল বুঝিয়েছেন মার্কিন বামপন্থীরা।
মাইক্রোসফটের সিইও অবশ্য বলেন, ভারতের নানা সংস্কৃতিক পরিবেশের মধ্যে তিনি বেড়ে উঠেছেন। সেটাই ভারতের ঐতিহ্য। নাদেল্লার আশা, ভারতে এসে যে কোনও অভিবাসী সুখী জীবনযাপনের প্রত্যাশা করতে পারেন। তিনি মাল্টিন্যাশনাল কর্পোরেশনকে নেতৃত্ব দিলে, তা দেশের অর্থনীতির ক্ষেত্রেই লাভজনক হবে।