‘গুলি’ মন্তব্যে দিলীপের বিরুদ্ধে এফআইআর

0
2

‘গুলি করে মারা’র মন্তব্যের জেরে এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের। রানাঘাট থানায় এফআইআর দায়ের করলেন শাসকদলেরই এক নেতা। সেখানেই জনসভায় বিজেপি রাজ্য সভাপতি দেশের সম্পত্তি নষ্ট করলে ‘গুলি করে মারার’ নিদান দেন। তাঁর সেই মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয় বাংলার রাজনীতিতে। বিরোধীরা তো বটেই এমনকী, প্রকাশ্যে দলের রাজ্য সভাপতির মন্তব্যের সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তবে, আর বাগযুদ্ধ নয়, মঙ্গলবার রানাঘাট থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগের ভিত্তিতে মেদিনীপুরের সাংসদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
রবিবার, নদিয়ায় একটি জনসভায় থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। সিএএ-র প্রতিবাদে গত ডিসেম্বরে রাজ্যে ট্রেন পোড়ানো হয়, প্ল্যাটফর্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। কিন্তু এই ঘটনায় মুখ্যমন্ত্রী লাঠিচার্জের বা গুলি করার নির্দেশ না দেওয়াতে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। এরপরেই সুর চড়িয়ে দিলীপ মন্তব্য করেন, সরকারি সম্পত্তি যারা নষ্ট করে, সেইসব দেশবিরোধীদের গুলি করাই উচিত। এর প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। এখন রানাঘাট পুলিশ কী পদক্ষেপ করে সেটাই দেখার।