তৃণমূল ছাত্রদের ধর্ণায় আবার এলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেলে। তখন এক ছাত্রনেতা বক্তৃতা করছিলেন। মমতা বলেন,” আমি তোমাদের খবর নিতে এলাম। যে বক্তৃতা করছিলে করে যাও।” সেই শুনে ছাত্রনেতাটি বক্তৃতা চালাতে গিয়ে বলেন,” এখন আমরা শ্লোগান দেব। আমি বলব কোনো কাগজ দেব না। আপনারা বলবেন দিচ্ছি না, দেব না।” এটা শুনেই মমতা বারণ করেন। বক্তাকে ডেকে তিনি কিছু নির্দেশ দেন। তারপর এই “কাগজ দেব না” শ্লোগানটি আর হয় নি। পরে বলা হয় ” এনআরসি, সিএএ বাতিল করতে হবে।”